WB UG Admission 2023

অঙ্ক-সহ একাধিক বিষয়ে স্নাতকস্তরে পড়ার সুযোগ দিচ্ছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়

বিজ্ঞান এবং কলা বিভাগের একাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তাঁদের মেধার ভিত্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ১০:৩৬
Share:

রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? কিংবা কলা বিভাগের পড়ুয়া ছিলেন? ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন পাঠ্যক্রমের অধীনে পড়ার সুযোগ দিচ্ছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। আবেদন জানাবেন কী ভাবে? রইল সমস্ত শর্তাবলি।

Advertisement

কোন কোন বিষয় পড়ানো হবে?

বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, উর্দু, সংস্কৃত, দর্শন, অর্থনীতি, সমাজবিদ্যা, শারীরবিদ্যা, অঙ্ক, পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন— এই সমস্ত বিষয় পড়ানো হবে স্নাতকস্তরে।

Advertisement

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

যে সমস্ত শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান এবং কলা বিভাগে পড়াশোনা সম্পূর্ণ করেছেন, তাঁদেরকে উল্লিখিত বিষয়গুলিতে স্নাতকস্তরের পড়ার অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তির শর্তাবলি:

  • আগ্রহী পড়ুয়ারা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনপত্র অনলাইনেই আনুষঙ্গিক তথ্য-সহ পেশ করতে হবে।
  • আবেদন করার জন্য আলাদা করে কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।
  • সব মিলিয়ে মোট চারটি বিষয়ের জন্য একসঙ্গে আবেদন করতে পারবেন।
  • তবে ওই চারটি বিষয় একই বিভাগের হওয়ার বাঞ্ছনীয়।
  • আবেদনপত্র জমা নেওয়া হবে ১ জুলাই, ২০২৩ বেলা ১২টা থেকে থেকে ১৫ জুলাই বেলা ১১ টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত।
  • মেধাতালিকা প্রকাশিত হবে ২০ জুলাই, ২০২৩ তারিখে।

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য দেখে নিতে হবে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ওয়েবসাইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement