RBU Drama workshop

অভিনয় শিখতে চান? নাট্যকর্মশালার আয়োজন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

থম ৫০ জন আগ্রহীদের নিয়ে শুরু হবে কর্মশালা। অংশ নিতে চাইলে জমা দিতে হবে দুই হাজার টাকা।

Advertisement

অর্পিতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:২৮
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত।

নাটক নিয়ে বিশেষ কর্মশালার আয়জন করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। যেখানে স্ক্রিপ্ট মুখস্থ, মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় কী ভাবে সংলাপ বলতে হয়, কোন লাইটটা নিতে হবে, সেটের ব্যবহার কী ভাবে করতে হবে-সহ আরও বহু বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখানো হবে। কোর্সের কো-অর্ডিনেটর নারায়ণ হালদার বলেন, ‘‘২০১৬-এর পর চলতি বছর আবারও আয়োজন করা হয়েছে এই কর্মশালার। এখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীই নন, যে কেউ অংশ নিতে পারবেন।’’

Advertisement

‘‘মহারাজ, টেনে কিছুই রাখতে পারবে না সহজে রাখবার শক্তি যদি থাকে তবেই রাখা চলবে।’’— রবি ঠাকুরের মুক্তধারা নাটকের এই লাইন বহু নাট্যপ্রেমী মঞ্চস্থ হতে দেখেছেন। যে কোনও নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে নেপথ্যে কঠোর পরিশ্রম থাকে। নারায়ণ জানান, বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়ানো হলেও অনেক সময়ই প্র্যাক্টিক্যাল ক্লাসের খামতি থেকে যায়। তাই এই ধরনের কর্মশালার মধ্য দিয়ে নাটকের বিস্তারিত বিষয়ে শেখা যায়। তিনি আরও বলেন, ‘‘অনেকেই অভিনয় শিখতে চান, কিন্তু সুযোগ হয় ওঠে না। স্বনামধন্য নাট্য শিল্পীদের নির্দেশনায় কাজ শেখার সুযোগ পাওয়া যায় এই ধরনের কর্মশালাগুলিতে। প্রথম ৫০ জন আগ্রহীদের নিয়ে শুরু হবে কর্মশালা। যোগ্যতা প্রয়োজন, হয় স্নাতকোত্তর না হয় যে কোনও নাট্যসংস্থায় এক বছরের নাট্যচর্চার অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মশালায় অংশ নিতে চাইলে জমা দিতে হবে দুই হাজার টাকা। ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, সকাল ১২টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে কর্মশালাটি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার লিঙ্ক পেয়ে যাবেন আগ্রহীরা। তবে, ২৩ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। বিজ্ঞপ্তি থেকেই বিস্তারিত তথ্যও জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement