ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনে। ছবি: সংগৃহীত
ভারতে অলিগলিতে ক্রমবর্ধমান স্মার্টফোনের ব্যবহার পড়ুয়াদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। তার উপর যে কোনও ঘটনাকে ভিডিও রেকর্ডিং করে সমাজমাধ্যমে ভাইরাল করার প্রবণতা তো রয়েছেই। কিন্তু দেশের নবীন প্রজন্মদের কাছে তথ্যচিত্র বানানোটাও বেশ জনপ্রিয় একটি পেশা হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে শুরু থেকে কী ভাবে এই বিশেষ চলচ্চিত্র বানানো যেতে পারে, কী কী বিষয় জানার প্রয়োজন রয়েছে, সেই সম্পর্কে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন। সেই প্রশিক্ষণই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দিতে চলেছে। অনলাইনে এই প্রশিক্ষণ শিবির চলতি বছরের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
কারা আবেদন করতে পারবেন?
দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের জন্য সাজানো হয়েছে এই বিশেষ কোর্স। তবে শর্তসাপেক্ষে দশম উত্তীর্ণদেরও অনলাইন ক্লাসে জায়গা হতে পারে। এছাড়াও স্নাতকোত্তীর্ণ পড়ুয়া, শিক্ষক, পেশাদার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
কী ভাবে শেখানো হবে?
করোনা পরিস্থিতির কারণে পড়ুয়ারা অনলাইন মাধ্যমের সঙ্গে পরিচত হয়ে উঠেছেন। তাই, দেশের সমস্ত পড়ুয়াদের সুবিধের স্বার্থে এই কোর্সের ক্লাসও অনলাইনেই করানো হবে।
কোর্স সম্পর্কিত তথ্য:
এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করা হবে ২৮ অগস্ট পর্যন্ত। ক্লাস এবং অন্যান্য বিষয়ে জানতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনের ওয়েবসাইট দেখে নিতে হবে।