ইনস্টিটিউট অফ ফার্মাসি, কল্যাণী। ছবি: সংগৃহীত
ফার্মাসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ খুঁজছেন? এই রাজ্যেই শুরু হতে চলেছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া। এই মর্মে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দু’বছরের এই ডিপ্লোমা কোর্সটি কোন কোন কেন্দ্রে পড়ানো হবে, ভর্তি হওয়ার ক্ষেত্রে কী কী শর্ত রয়েছে, কী ভাবে ভর্তি নেওয়া হবে— এই সমস্ত বিষয়ে রইল তথ্য।
কারা ডিপ্লোমা করার সুযোগ পাবেন?
বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ডিপ্লোমা করতে পারবেন।
এই ক্ষেত্রে ভোকেশনাল স্ট্রিম কোর্স নিয়ে যাঁরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ডিপ্লোমা পড়ার সুযোগ পাবেন না।
কোর্স সংক্রান্ত তথ্য:
কোন কোন কেন্দ্রে পড়ানো হবে?
এই কোর্সটি কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ির ইনস্টিটিউট অফ ফার্মাসিতে পড়ানো হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি এবং কাউন্সেলিং সংক্রান্ত তারিখ সম্পর্কে যাবতীয় তথ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের ওই ওয়েবসাইট দেখে নিতে হবে।