এনএসএইউ। ছবি: সংগৃহীত।
নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (এনএসএইউ)-এর তরফে একাধিক বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণে ভর্তি শুরু হয়েছে। এনএসএইউ-এর ওয়েবসাইটে সেন্টার ফর লাইফ লং লার্নিং-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
ফায়ার অফ সেফটি স্কিলস, ছ’মাসের বিউটি থেরাপি অ্যান্ড হেয়ার ড্রেসিং কোর্স, ডিপ্লোমা ইন ল্যান্ড সার্ভে, এক বছরের অ্যাডভান্স ডিপ্লোমা ইন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ছ’মাসের টেলারিং কোর্স, এক বছরের যোগ এডুকেশনের কোর্স, অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিট্যালিটি অ্যান্ড রেস্তরাঁ ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন স্ট্রেস ম্যানেজমেন্টে অ্যান্ড মেডিটেশন, সার্টিফিকেট ইন ই-অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন জিএসটি-সহ, সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স ডিপ্লোমা ইন এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্ট-সহ আরও বিষয় রয়েছে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের জন্য। এনএসএইউ স্বীকৃত বিভিন্ন সেন্টারে এই কোর্সগুলি পড়ানো হবে। ভর্তির জন্য কোর্সমূল্য এবং যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখা যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে এনএসএইউ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২১ জানুয়ারি সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসএইউ-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।