নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
গত মাসেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে কোর্সগুলিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহীরা নয়া বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.wbnsou.ac.in/-এ গিয়ে দেখতে পারবেন।
স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সে, লাইব্রেরি সায়েন্সের স্নাতক কোর্সে এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
স্নাতকোত্তরে ভর্তির জন্য যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির ব্যাপারে জানানো হয়েছে, সেগুলি হল--
কোর্স ফি: ভর্তির সময় প্রতিটি কোর্সের প্রথম বছরের জন্য নির্দিষ্ট টাকা জমা দিতে হবে। সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তরের জন্য ১৩,৪৭৫ টাকা জমা দিতে হবে। এ ছাড়া, অন্যান্য সমস্ত বিষয়ে এমএ কোর্স ও এমকম কোর্সের জন্য ৪,৭২৫ টাকা, এমএসডাব্লিউ এবং অঙ্কে এমএসসি কোর্সের জন্য ৫,৬৭৫ টাকা, লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তরের জন্য ১০,৪৭৫ টাকা জমা দিতে হবে।
ভর্তির বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট--http://www.wbnsou.ac.in/-এ যেতে হবে।