নিট পিজি কাউন্সেলিংয়ের চূড়ান্ত ফলপ্রকাশ সংগৃহীত ছবি
মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের চূড়ান্ত মেধাতালিকাটি গত বুধবার প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা মেধাতালিকাটি এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in.-এ গিয়ে দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিলেই রেজাল্টটি স্ক্রিনে দেখা যাবে।
এমসিসি গত ১৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আসন বরাদ্দের প্রক্রিয়াটি চালু রেখেছিল এবং তার প্রভিশনাল ফলটি গত ১৮ অক্টোবর প্রকাশ করেছিল। বুধবারের এই চূড়ান্ত ফলপ্রকাশের পর বরাদ্দ কলেজগুলিতে প্রার্থীদের সমস্ত নথি-সহ রিপোর্ট করতে হবে ২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ।
পরীক্ষার্থীরা চূড়ান্ত ফলাফলটি কী ভাবে ডাউনলোড করবেন?
১. প্রথমে এমসিসি-এর সরকারি ওয়েবসাইট-mcc.nic.in.-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'পিজি মেডিক্যাল কাউন্সেলিং'-এর জায়গাটিতে যেতে হবে।
৩. এখানে 'চেক নিট পিজি ২০২২ কাউন্সেলিং রাউন্ড ২ সিট অ্যালটমেন্ট রেজাল্ট' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. এ বার লগ ইন ডিটেলস দিলেই রেজাল্টটি স্ক্রিনে দেখা যাবে।
৫. পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।