ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের ব্যাপারে পরামর্শ নেবেন ধর্মেন্দ্র প্রধান সংগৃহীত ছবি
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বুধবার ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক সংক্রান্ত বিষয়ে একটি আলোচনাসভার আয়োজন করেছেন। যাঁরা বিদ্যালয়, উচ্চশিক্ষা ও দক্ষতা নিয়ে এই ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কটি তৈরি করেছিলেন, তাঁরা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে গত ১৮ অক্টোবরই আলোচনায় বসেছিলেন।
এই আলোচনাসভায় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যেমন স্কুলশিক্ষা সচিব অনিতা কারওয়াল,উচ্চশিক্ষা সচিব সঞ্জয় মুর্থী, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সভাপতি নির্মলজিৎ সিংহ কলসি প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রক পঞ্চম শ্রেণি থেকে পিএইচডি স্তর অবধি এই ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক চালু করবে। এই ফ্রেমওয়ার্কে শিক্ষার্থীদের পড়াশোনা সম্পর্কিত ও পাঠক্রম-বহির্ভূত নানা কার্যক্রম, যেমন— খেলাধুলো, যোগাসন, সঙ্গীত ইত্যাদির মূল্যায়ন করা হবে।
দক্ষতা উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা, ডিরেক্টর জেনেরাল অফ ট্রেনিং, এনসিভিইটি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এনসিইআরটি, এনআইওএস, ইউজিসি, এআইসিটিই-র প্রতিনিধিরা একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করে এই ফ্রেমওয়ার্কের খসড়া প্রস্তুত করেন।
২০২১-এর নভেম্বর মাসে, সরকার সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ন্যাশনাল ক্রেডিট অ্যাকুমুলেশন অ্যান্ড ট্রান্সফার ফ্রেমওয়ার্ক প্রস্তুত করার জন্য একটি উচ্চস্তরীয় কমিটি গঠনের ব্যাপারে সম্মতি দেয়।