National School of Drama

ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে পড়তে চান? শুরু হয়েছে ভর্তির আবেদন প্রক্রিয়া

এটি ৩ বছরের ডিপ্লোমা কোর্স। অভিনয়, পরিচালনা, ডিজ়াইন শেখানো-সহ থিয়েটারের অন্যান্য বিষয়েও পড়ানো হবে এই কোর্সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৭:১৮
Share:

ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ছবি: সংগৃহীত।

থিয়েটার নিয়ে থাকতেই বেশি স্বচ্ছন্দ। মঞ্চ, আলো, অভিনয়, পরিচালনার টান টান উত্তেজনার মধ্যেই কেটে যায় সারাটা দিন। তবে, ইচ্ছে রয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়ার। কিন্তু সুযোগ মিলছে কই? চিন্তা নেই এবার সেই সুযোগ দেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। বিশেষ কিছু যোগ্যতা থাকলেই মিলতে পারে স্বপ্নের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ।

Advertisement

ড্রামাটিক্স বিভাগে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। এটি ৩ বছরের ডিপ্লোমা কোর্স। অভিনয়, পরিচালনা ডিজ়াইন শেখানো-সহ থিয়েটারের অন্যান্য বিষয়েও পড়ানো হবে এই কোর্সে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস।

ড্রামাটিক্সে ভর্তির জন্য কী যোগ্যতা প্রয়োজন?

Advertisement
  • যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন।
  • ন্যূনতম ৬টি আলাদা ‘থিয়েটার প্রোডাকশনে’ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যার নথিও থাকা প্রয়োজন।
  • ইংরেজি এবং হিন্দিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ১ জুলাই ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হওয়া দরকার।

এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। পরীক্ষা দিয়ে মেধাতালিকার উপর ভিত্তি করে ভর্তি হওয়া যাবে। তবে, তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দেওয়া দরকার। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement