বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৪ বছরের সাম্মানিক স্তরে ভর্তি সংক্রান্ত নিয়মাবলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। রাজ্য উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী পরীক্ষার দিনক্ষণ এবং অন্যান্য নিয়মাবলি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
১ জুলাই থেকে পোর্টাল এবং অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। ১৫ জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। ১৮ তারিখ প্রকাশিত হবে মেধাতালিকা। ২১ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। ১ অগস্ট থেকে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
৪ বছরের সাম্মানিক স্তরে ভর্তির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর-সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মিউজ়িক এবং সাঁওতালি বিষয়ের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। যে সমস্ত শিক্ষার্থী ২০২০/ ২০২১/ ২০২২/ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তাঁরা আবেদনপত্র পূরণ করতে পারবেন।
এ ছাড়াও ৩ বছরের স্নাতক স্তরে ভর্তির নিয়মাবলিও প্রকাশ করা হয়েছে একই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি, প্রতিটি বিভাগে ভর্তির বিস্তারিত তথ্য-সহ টাকা জমা দেওয়ার বিষয়েও খুঁটিনাটি লেখা রয়েছে বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে যে সমস্ত পড়ুয়া ২০২২-২৩ বর্ষে ভর্তি হয়েছিলেন এবং রেজিস্ট্রেশন করেছিলেন অথচ ফর্ম পূরণ করেননি, তাঁরা কী ভাবে আবেদন করবেন, তা উল্লেখ রয়েছে। এই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।