এনআইবিএমজি। সংগৃহীত ছবি।
একটি কেন্দ্রীয় গবেষণা সংক্রান্ত প্রকল্পের কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘ইন্টার-ইনস্টিটিউশনাল প্রোগ্রাম ফর ম্যাটারনাল নিওনেটাল অ্যান্ড ইনফ্যান্ট সায়েন্সেস: আ ট্রান্সলেশনাল অ্যাপ্রোচ— ইন্টারডিসিপ্লিনারি গ্রুপ ফর অ্যাডভান্সড রিসার্চ অন বার্থ আউটকামস— ডিবিটি ইন্ডিয়া ইনিশিয়েটিভ (গর্ভ-ইনি ফেস ২)’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি)।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ২৪ শতাংশ ভাতা। প্রথমে এই প্রকল্পে তিন মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচরাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ মেডিসিনে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগামী ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে প্রতিষ্ঠানে পৌঁছে যেতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।