ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং (আইআইআরএস)। ছবি: সংগৃহীত।
ডেটা অ্যানালিটিক্সের সাহায্যে কৃষিকাজ করার পদ্ধতি শেখানো হবে। এই বিশেষ কোর্সের ক্লাস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং (আইআইআরএস)-এর দেহরাদূন ক্যাম্পাসে ক্লাস করানো হবে। মোট আসন সংখ্যা ২০।
এই কোর্সের মাধ্যমে স্যাটেলাইট, ড্রোনের মতো প্রযুক্তির সাহায্য চাষের জমির তথ্য সংগ্রহ এবং সেই তথ্য বিশ্লেষণের বিষয়গুলি শেখানো হবে। এগ্রিকালচারাল সায়েন্সেস, এগ্রিকালচারাল ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ক্রপ ফিজ়িয়োলজি, মেটেরোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন এবং উল্লিখিত বিষয় নিয়ে কর্মরত ব্যক্তিরা সংশ্লিষ্ট কোর্সটি করার জন্য আবেদনের সুযোগ পাবেন।
তবে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকেরাও এই কোর্সটি করার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ৫০০ টাকা এবং কোর্স ফি হিসাবে ১,২০০ টাকা জমা দিতে হবে। ২ সপ্তাহের এই কোর্সের ক্লাস ৭ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৮ মে। বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ২৩ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।