Sikkim University Recruitment 2025

সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কাজ করতে হবে কেন্দ্রীয় সরকার অর্থপুষ্ট প্রকল্পে

নিযুক্তেরা প্রতি মাসে ৪২ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:০৬
Share:
Sikkim University.

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগে কর্মখালি। ওই বিভাগের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং কনসালট্যান্ট/ সফট্অয়্যার ডেভেলপার প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

কম্পিউটার সায়েন্স, বায়োইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি, ডেটা সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। তাঁর পাইথন, পাইটর্চ নিয়ে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কনসালট্যান্ট/ সফট্অয়্যার ডেভেলপার পদে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক।

Advertisement

নিযুক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। মোট এক বছরের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। তবে, ওই মেয়াদ কাজের প্রয়োজনে আরও ছ’মাস পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তরা প্রতি মাসে ৪২ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের ২ এপ্রিলের মধ্যে ইমেল মারফত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনপত্রের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement