কেভিএস। প্রতীকী ছবি।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস)-এর তরফ থেকে অধ্যক্ষ, টিজিটি (ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার), পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট টিচার) এবং গ্রন্থাগারিক পদে আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
কেভিএস-এর আগের বিজ্ঞপ্তি অনুয়ায়ী আবেদন-প্রক্রিয়া ২৬ ডিসেম্বর, ২০২২-এ বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছিল। তবে, পরে কেভিএস-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সময়সীমা বাড়ানোর বিষয়ে জানানো হয়েছে। কিন্তু, আবেদন করার নির্ধারিত বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ বাকি বিষয়গুলি অপরিবর্তিত থাকছে।
অধ্যক্ষ, টিজিটি (ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার), পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট টিচার) এবং গ্রন্থাগারিক-সহ বাকি পদে আবেদন জানানোর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ৫ ডিসেম্বর, ২০২২-এ। ওবিসি এবং সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা করে এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও টাকা লাগবে না জানানো হয়।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই সিটেট (সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট) পাশ করতে হবে। কেভিএস-এর এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে পারেবন, তাঁদের ইন্টারভিউয়ে পাশ করতে হবে। এর পর মেধাতালিকার ভিত্তিতে নথি যাচাইকরণের মধ্যে দিয়ে নিয়োগ করা হবে।
এই বিষয় বিস্তারিত জানতে কেভিএস-এর ওয়েবসাইটটি দেখুন kvsangathan.nic.in।