কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ক্যানসার নিয়ে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। শুক্রবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। যেখানে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘স্টেকহোল্ডার্স পারসেপশন অ্যান্ড সোশিয়ো-ইকোনমিক আউটকামস: এক্সপ্লোরিং দি ইমপ্যাক্ট অফ অ্যান ইনোভেটিভ স্ক্রিনিং টেকনিক অফ গায়নোকোলজিক্যাল ক্যানসারস অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানস ফর ইমপ্লিমেন্টেশন’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।
প্রকল্পটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর। এই সময়ে তাঁর পারিশ্রমিকের পরিমাণ হবে ৩৭,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে অথবা এমফিল/ পিএইচডি থাকতে হবে। পাশাপাশি, বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে আপলোড করে আবেদন জানাতে হবে। আগামী ৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।