JEE Advanced 2025

২০২৫ সালের জেইই অ্যাডভান্সডের দিনক্ষণ জানালেন কর্তৃপক্ষ

পরীক্ষা হবে দু’টি পর্বে। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে দু’টি পত্রে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩
Share:

প্রতীকী চিত্র।

২০২৫ সালের জেইই অ্যাডভান্সডের আয়োজনের দায়িত্বে রয়েছে আইআইটি কানপুর। সোমবার এই পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আগামী বছর মে মাসে দেশ জুড়ে পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement

পরের বছর ১৮ মে, রবিবার পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা হবে দু’টি পর্বে। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে দু’টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার জন্য পড়ুয়াদের পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত-সহ দ্বাদশ বা এর সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।

জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সডের আয়োজন করে। এটি দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement