ISRO

ইসরোতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন খুঁটিনাটি

সাধারণ বিভাগের প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ওবিসি বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ৩১ বছর এবং তফসিলি জাতি ও তফসিলি জনজাতি বিভাগের প্রার্থীরা ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন জানতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭
Share:

ইসরো। প্রতীকী ছবি।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইসরোর সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত দেখে নিন।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে।

অনলাইনে আবেদন কর‍তে হবে। ইসরো-র ওয়েবাসাইট (isro.gov.in) এ গিয়ে। ৯ জানুয়ারি ২০২৩ এর মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানতে হবে।

Advertisement

আবেদনমূল্য ১০০ টাকা।

সাধারণ বিভাগের প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ওবিসি বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ৩১ বছর এবং তফসিলি জাতি ও তফসিলি জনজাতি বিভাগের প্রার্থীরা ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন জানতে পারবেন।

প্রতিটি পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ষাট শতাংশ নম্বর প্রয়োজন স্নাতকে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

আমদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি-সহ দেশের একাধিক শহরে ছড়িয়ে রয়েছে এই পদগুলি। লিখিত পরীক্ষা এবং অন্যান্য ধাপ অনুযায়ী নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন করার জন্য প্রথমে ইসরোর ওয়েবসাইটে (isro.gov.in) যেতে হবে।

এর পর হোমপেজ থেকে ‘অ্যাপ্লাই অনলাইন’ লেখার উপর ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর আবেদন মূল্য জমা করতে হবে। জমা হয়ে গেলে ‘সাবমিট’ করতে হবে।

পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।

এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ইসরো-এর ওয়েবসাইটটি দেখুন https://www.isro.gov.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement