আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, গবেষণা প্রকল্পে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের জিওলজিক্যাল স্টাডিজ় ইউনিটে গবেষণার কাজ সম্পন্ন হবে। প্রকল্পটির নাম— ‘আপকিপ অফ দ্য জিওলজি মিউজ়িয়াম অ্যাট দ্য প্ল্যাটিনাম জুবিলি অ্যাকাডেমিক বিল্ডিং’।
নিয়োগ হবে প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর প্রয়োজন পড়লে মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩১,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের জিওলজি বা ভূতত্ত্ববিদ্যা/ অ্যাপ্লায়েড জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, দশম এবং দ্বাদশের পরীক্ষায় জীববিদ্যায় ন্যূনতম ৮০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৫ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।