সেন্ট জ়েভিয়ার্স কলেজ, কলকাতা। সংগৃহীত ছবি।
টিউবারকিউলোসিস বা যক্ষ্মা নিয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ কলকাতার সেন্ট জ়েভিয়ার্স কলেজে। এমনটা জানিয়ে সম্প্রতি কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, রাজ্য সরকারের অর্থ সহায়তায় প্রতিষ্ঠানে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। সেই প্রকল্পেই গবেষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কলেজের বায়োটেকনোলজি বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘টার্গেটিং ক্রোমোজ়োম সেগ্রিগেশন সিস্টেম অফ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস টু ডিজ়াইন স্ট্রাকচার-বেসড ইনহিবিটরস’। এটি রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউবিডিএসটিবিটি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমা বা নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বায়োলজিক্যাল সায়েন্সেসে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় যথাযথ নম্বর রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬ জানুয়ারি। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।