ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। ছবি: সংগৃহীত।
আর্কিটেকচার নিয়ে পড়তে আগ্রহীদের ভর্তির সুযোগ। এই মর্মে সদ্যই শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার টাউন অ্যান্ড রিজ়িওনাল প্ল্যানিং বিষয়ে মাস্টার অফ প্ল্যানিং (এমপ্ল্যান) করার সুযোগ রয়েছে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার বেশ কিছু বিভাগেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আইআইইএসটি-র অ্যাকাডেমিক শাখার জয়েন্ট রেজিস্ট্রার এবং পাবলিক রিলেশন অফিসার নির্মাল্যকুমার ভট্টাচার্য জানিয়েছেন, ১৬ অগস্ট থেকে ২৫ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন পাঠানো যাবে। প্রাপ্ত আবেদনের নিরিখে স্পট অ্যাডমিশন সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের তরফে সম্ভাব্য দিনক্ষণের তালিকা প্রকাশ করা হলেও মেধাতালিকা এবং লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ সংক্রান্ত তথ্যের জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে হবে।”
যে সমস্ত বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে, তার তালিকা নীচে দেওয়া হল—
ইঞ্জিনিয়ারিং শাখা:
বিজ্ঞান শাখা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দু’বছরের মধ্যে সমস্ত কোর্সের পড়াশোনা সম্পূর্ণ হবে। চারটি সিমেস্টারের নিরিখে পড়ুয়ারা পড়াশোনার সুযোগ পাবেন। ইঞ্জিনিয়ারিং কিংবা আর্কিটেকচার শাখায় ভর্তি হতে আগ্রহীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়। এ ছাড়াও তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট) উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান শাখার ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এ ক্ষেত্রে বৈধ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) স্কোর থাকা বাঞ্ছনীয়।
বিজ্ঞান শাখার বিষয়গুলির ক্ষেত্রে ২২,৫০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং শাখা ও আর্কিটেকচার বিষয়ের ক্ষেত্রে ৪২,৫০০ টাকা কোর্স ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনেই আবেদনপত্র জমা দিতে হবে।
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, ২৬ অগস্ট মেধাতালিকা প্রকাশ করা হবে। বাছাই করা প্রার্থীদের ২৯ অগস্ট লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ নেওয়া হবে। স্পট অ্যাডমিশন এবং কাউন্সেলিংয়ের জন্য ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ঠিকানায় উপস্থিত থাকতে হবে। তবে সূচি পরিবর্তনের সম্ভাবনা থাকায় এই বিষয়ে সবিস্তার জানতে নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে পারেন।