WB UG Admission 2024

পারফর্মিং আর্টস-সহ বিভিন্ন বিষয়ে স্নাতক হওয়ার সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

মোট ১৬টি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আগ্রহীরা কোনও বিষয়ে মেজর কিংবা অনার্স নিয়ে পড়তে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ০৮:২৬
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ১৬টি বিভাগের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে কলা শাখার আটটি এবং বিজ্ঞান শাখার আটটি বিভাগ রয়েছে।

Advertisement

কারা ভর্তি হতে পারবেন?

যে সমস্ত প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলরস ডিগ্রি এন্ট্রান্স টেস্ট (পিউবিডিইটি) উত্তীর্ণ হয়েছেন, তাঁরা উল্লিখিত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ২০২৩-এ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদেরই ভর্তি নেওয়া হবে।

Advertisement

কী ভাবে হবে ভর্তি?

যাঁরা পিউবিডিইটি কাউন্সেলিংয়ের মাধ্যমে সিট পেয়েছেন, তাঁদের সরাসরি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সেখানেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের অ্যালটমেন্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ওই সময়ে ভর্তি সংক্রান্ত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে।

কী কী নথি থাকা প্রয়োজন?

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পাঠানো পিউবিডিইটি ২০২৪ অ্যালটমেন্ট লেটার, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের র‌্যাঙ্ক কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্রের মতো নথি সঙ্গে রাখতে হবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:

  • প্রথম রাউন্ডের অ্যালটমেন্ট: ১৪, ১৬ এবং ১৭ অগস্ট।
  • দ্বিতীয় রাউন্ডের অ্যালটমেন্ট: ২২, ২৩ এবং ২৪ অগস্ট।
  • তৃতীয় রাউন্ডের অ্যালটমেন্ট: ২৯ এবং ৩০ অগস্ট।
  • তৃতীয় রাউন্ডের পর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং-এর অনলাইন রিপোর্টিং: ২৯ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর।
  • মেধাতালিকা: ৩ সেপ্টেম্বর।
  • কলা শাখার বিষয়ের কাউন্সেলিং: ৫ সেপ্টেম্বর।
  • বিজ্ঞান শাখার বিষয়ের কাউন্সেলিং: ৬ সেপ্টেম্বর।

অ্যাডমিশন ফি হিসাবে বিজ্ঞান শাখার বিষয়ের জন্য ৪,২০০ টাকা এবং কলা শাখার বিষয়ের জন্য ৩,২০০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement