প্রকাশিত হয়েছে ফলাফল। প্রতীকী ছবি।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)-র তরফ থেকে ডিসেম্বর মাসের টিইই (টার্ম এন্ড এগ্জামিনেশন)-এর ফলাফল প্রকাশিত হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা ইগনু-র ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
ফলাফল দেখার জন্য প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (http://www.ignou.ac.in/) যেতে হবে।
হোমপেজ থেকে ‘রেজাল্ট’ লেখার উপর ক্লিক করতে হবে।
এরপর টার্ম এন্ড এগ্জাম লেখার উপর ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
লগ ইন করার পরই ফলাফল দেখতে পেয়ে যাবেন শিক্ষার্থীরা।
পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলড করে রাখতে পারেন।
গত বছরের ২ ডিসেম্বর এবং চলতি বছরের ৯ জানুয়ারি ইগনু-র টার্ম এন্ড পরীক্ষা হয়েছিল। প্রসঙ্গত, যে সমস্ত শিক্ষার্থী ইগনু-তে স্নাতক, স্নাতকোত্তর বা ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি হন, তাঁদের ইগনু-র এই টার্ম এন্ড পরীক্ষা দিতে হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে ইগনু-র ওয়েবসাইটটি দেখুন http://www.ignou.ac.in/।