টেট পরীক্ষা। প্রতীকী ছবি।
ডবলুবি প্রাইমারি টেট পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষাটি ডবলুবিবিপিই দ্বারা আয়োজিত হয়। আগামী ১১ ডিসেম্বর, ২০২২ দুপুর ১২টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি হবে। আজ আমরা জানবো ইংরেজি বিষয়টির ক্ষেত্রে কী ধরনের পেপার হবে, কতগুলি প্রশ্ন আসবে এবং কী ভাবে তা পড়তে হবে। মোট ১৫০ নম্বর থাকবে এবং প্রশ্নপত্রে ১৫০টি প্রশ্ন থাকবে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী ইংরেজি বিষয়টিতে ১৫ নম্বর থাকবে পেডাগগি ও বাকি ১৫ নম্বর থাকবে গ্রামারের উপরে। যে জায়গাগুলিতে জোর দিয়ে পড়তে হবে তা হল:
ক. ইংলিশ ল্যাঙ্গুয়েজ (১৫ নম্বর)
খ. পেডাগগি (১৫ নম্বর)
ক. ইংলিশ ল্যাঙ্গুয়েজ:
ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন
খ. পেডাগগি:
পেডাগজি ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট:
ইংলিশ পেডাগগি-কে রপ্ত করার জন্য উপরিউক্ত চ্যাপ্টারগুলিকে অবশ্যই দেখে যেতে হবে এবং সিটেটের-এর বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে ভালো করে দেখে নিতে হবে। এছাড়া ছাত্র-ছাত্রীরা ডবলুবি প্রাইমারি টেট-এর পরীক্ষার জন্য বিভিন্ন বই পড়তে পারে যেমন— পিসি দাস, রেন অ্যান্ড মারটিন অথবা পি কে দে সরকারের গ্রামার বই খুব সাহায্যকারী। এছাড়া পেডাগগি পার্টটির জন্য বিএড-এর বই পড়া যেতে পারে। শেষ মূহুর্তের প্রস্তুতি হিসাবে প্রত্যেক দিন রুটিন মাফিক পড়াশোনা করাটা জরুরি এবং পড়ার পাশাপাশি প্রত্যেক দিন মকটেস্ট দেওয়াটাও প্রয়োজন কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০টি প্রশ্নের সঠিক উত্তর করতে হলে দরকার প্রত্যেকদিন প্রশ্নোত্তর অনুশীলন করা। এছাড়া সাফল্যকে আরও জোরদার করে তুলতে হলে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে ‘রাইস স্মার্ট বাংলা’-এর অনলাইন চ্যানেলটিতে যোগ দিয়েই ইউ টিউব-এর মাধ্যমে করতে পারবে টেট-এর ক্লাস। তাই এই প্ল্যাটফর্মটিতে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।
এই প্রতিবেদনটি ‘রাইস এডুকেশন’-এর পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সংকলিত।