রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
শরীরচর্চার ক্ষেত্রে যোগাসনের জুড়ি মেলা ভার। বর্তমানে এই বিষয়ে আয়ুষ মন্ত্রকের পরিচালনায় স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেশন কোর্স করানো হয়ে থাকে। এমনই একটি কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে। কোর্সটির নাম, সার্টিফিকেশন কোর্স ইন যোগা অ্যান্ড নেচারোপ্যাথি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে কোনও স্বীকৃত পর্ষদ থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সে নাম নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি, এই বিষয়টি পেশাদার ব্যক্তিরা শিখতে আগ্রহী হলে, তাঁরাও এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
ক্লাসের খুঁটিনাটি:
কোর্স ফি:
মোট ১০ হাজার টাকা কোর্স ফি হিসেবে দিতে হবে।
আবেদনের জন্য রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অনলাইন পোর্টালে যেতে হবে। সেখানেই ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
নাম নথিভুক্ত করার শেষ দিন ৫ অগস্ট, ২০২৩। আবেদন এবং কোর্স সংক্রান্ত বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।