ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটিতে কর্মী প্রয়োজন। ওই সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ওই কাজের জন্য নিযুক্তের পারিশ্রমিক বাবদ প্রতি মাসে ৪৪,১৭০ টাকা ধার্য করা হয়েছে।
যে সমস্ত ব্যক্তি ম্যথামেটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন।
মোট ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিকে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম), ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে তাঁর ম্যাথামেটিক্যাল মডেলিং, স্টিমুশেলন অফ ফ্লুইড স্ট্রাকচার সম্পর্কেও জ্ঞান থাকা আবশ্যক।
আগ্রহীদের ইমেল মারফত জীবনপঞ্জি এবং অন্যান্য নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ নভেম্বর। অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে ১৬ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।