ক্লাসে পাঠরত পড়ুয়া। ছবি: সংগৃহীত
স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্নাতকোত্তর পর্বে পাঠরত শিক্ষার্থীদের বীজগণিতের সূত্র নিয়ে নানান ধরণের প্রশ্ন থাকে। সেই সমস্ত প্রশ্নের সহজ উত্তর বাতলে দেওয়ার স্বার্থে বিনামূল্য অনলাইনে কোর্স চালু করেছে দি ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্স, চেন্নাই। ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং (এনপিটিইএল)-এর মাধ্যমে কোর্সটি করানো হবে।
অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন কিংবা পিএইচডি করছেন, এমন শিক্ষার্থীদের জন্য এই কোর্সটির পাঠক্রম তৈরি করা হয়েছে। মোট ১২ সপ্তাহ ক্লাসের মাধ্যমে স্নাতকোত্তর স্তরের বীজগণিতের বিভিন্ন বিষয় শেখানো হবে।
ক্লাসে নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন পাঠাতে হবে। ৭ অগস্টের মধ্যে এই কোর্সের জন্য আবেদন গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের ক্লাস করার পাশাপাশি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে সেক্ষেত্রে এক হাজার টাকা এগজ়াম ফি হিসাবে জমা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে।
২৪ জুলাই থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়েছে। চলবে ১৩ অক্টোবর, ২০২৩ পর্যন্ত। পরীক্ষার জন্য আলাদা করে ১৮ অগস্ট পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে। ২৯ অক্টোবর পরীক্ষাটি অনলাইনেই নেওয়া হবে। পাঠক্রমের বিষয়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।