WBCHSE Boosts English Skills

পড়ুয়াদের ইংরেজি ভাষায় পটু করতে উদ্যোগী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

‘ইংলিশ রাইটিং ওয়ার্কশপ’-এর আয়োজন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ৬০টি বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
Share:

প্রতীকী চিত্র।

ইংরেজি ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা বৃদ্ধি করতে ‘হ্যান্ডস অন ইংলিশ রাইটিং ওয়ার্কশপ’-এর আয়োজন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ৬০টি বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

Advertisement

ইংরেজি ভাষার প্রয়োগ অনিবার্য প্রায় সর্বত্র। তা কথা বলার ক্ষেত্রে হোক বা লেখার ক্ষেত্রে। আর ইংরেজি ভাষার বিশেষ কৌশল শেখাতে মঙ্গলবার ৭ জনুয়ারি এই বিশেষ কর্মশালার আয়োজন করেছে শিক্ষা সংসদ।

ভবতারিণী মণ্ডল স্মৃতি ইন্টিগ্রেটেড ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইংরেজি ভাষা নিয়ে কোনও তাত্ত্বিক আলোচনা হবে না এই কর্মশালায়, কাগজে কলমে ইংরেজি লেখার কৌশল শেখানো হবে। পরীক্ষার খাতা থেকে সোশ্যাল মিডিয়া— সব জায়গাতেই যাতে স্বচ্ছ ইংরেজির ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা, তাই এই উদ্যোগ।’’

Advertisement

এই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের ব্যাকরণ, ভোকাবুলারি এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ সেন্টেন্স— এই তিনটি মূল বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও রাইটিং স্কিলকে কী ভাবে কমিউনিকেশন স্কিল-এ রূপান্তরিত করা যায়, তা-ও শেখানোর চেষ্টা করা হয়েছে। এই কর্মশালা ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রমে সহায়তার পাশাপাশি বৃহত্তর জীবনে পেশাগত ক্ষেত্রেও বিশেষ ভাবে সাহায্য করবে বলে আশাবাদী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘ প্রথমে এক দিন ব্যাপী কর্মসূচি করলেও পরে আমরা সাত লক্ষ পড়ুয়ার কাছে পৌঁছতে চাই। তবে সবটাই নির্ভর করছে এই এক দিন ব্যাপী কর্মসূচি থেকে কী প্রতিক্রিয়া পাওয়া যায়, তার উপর।’’

শিক্ষা সংসদের তরফে জানানো হয়, প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করা হচ্ছে এই কর্মশালা। এক দিনের এই প্রজেক্টের শুরুতে কাউন্সিল সদস্য এবং ইংরেজির শিক্ষক সন্দীপ বন্দ্যোপাধ্যায় একাই থাকবেন প্রশিক্ষক বা পরিচালক হিসাবে। তবে, পরবর্তীতে এই কর্মশালায় আরও বেশি সংখ্যক শিক্ষককে এই প্রজেক্টের কাজে নিযুক্ত করা হবে। সাত হাজার স্কুল প্রায় সাত লক্ষ পড়ুয়ার কাছে পৌঁছতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে হাইব্রিড মোডেও এই ধরনের কর্মশালার আয়োজন করা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement