কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংগৃহীত ছবি।
মঙ্গলবার লোকসভাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে শিক্ষক পদে যথাক্রমে মোট ৪৫০২ টি ও ৪৯৩ টি শূন্য আসন রয়েছে।
প্রধান এই দিন লোকসভায় জানান, ৪৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ১৮৯৫৬টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে ১ ডিসেম্বর তারিখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আওতায় ১২৭৭৬টি আসনে নিয়োগ করা হয়েছে এবং ৬১৮০ টি আসন খালি রয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে শূন্য পদগুলিতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয়। এর জন্য শিক্ষা মন্ত্রকের তরফে একটি মাসিক পর্যবেক্ষণ প্রক্রিয়াও চালু করা হবে বলে তিনি জানান।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রফেসর পদে ১৫২৯ টি আসনে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ২৩০৪ টি আসনে ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ২৩৪৭ টি আসনে এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শূন্য আসন পূরণের ক্ষেত্রে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের সংরক্ষণের ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, ২০১৯-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সংরক্ষণ আইন অনুযায়ী, আইনে উল্লিখিত কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান ও কিছু ব্যতিক্রম ছাড়া সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সময় আসন সংরক্ষণের নিয়ম মেনে চলা হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য নির্দিষ্ট এই আসনগুলিতে কোনও ভাবেই অসংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে না বলেও জানান ধর্মেন্দ্র প্রধান।