Admission in DHU

দ্বিতীয় দফায় স্নাতকোত্তরে ভর্তি শুরু দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে, কোন কোন বিষয়ে?

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার অফ আর্টস ও মাস্টার অফ সায়েন্স-এর বিভিন্ন বিষয়ে ভর্তির এই প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৭:৫৩
Share:

দার্জিলিং হিল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

স্নাতক উত্তীর্ণের পর স্নাতকোত্তর পড়তে চান? তা-ও আবার পাহাড়ের গায়ে তৈরি কোনও বিশ্ববিদ্যালয়ে? খোঁজ নিতে পারেন দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে। কারণ সম্প্রতি এই প্রতিষ্ঠান এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement

বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে দ্বিতীয় দফায় ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করল দার্জিলিং হিল ইউনিভার্সিটি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার অফ আর্টস ও মাস্টার অফ সায়েন্স-এর বিভিন্ন বিষয়ে ভর্তির এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ইংরেজি, ইতিহাস, মাস কমিউনিকেশন, গণিত, নেপালি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হওয়া যাবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

দার্জিলিং হিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৩ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে।

এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দার্জিলিং হিল ইউনিভার্সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement