প্রতীকী চিত্র।
প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে কুয়েট পিজি (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, পোস্ট গ্র্যাজুয়েশন)-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে প্রবেশিকা পরীক্ষা। যে সমস্ত পড়ুয়া পরীক্ষায় বসতে চলেছেন, তাঁরা এনটি-এর অথবা কুয়েট পিজি-র ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কী ভাবে ডাউনলোড করবেন?
যে শিক্ষার্থীরা ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন) স্বীকৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়। পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে।