বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।
বরাবরই সেলাইয়ের উপর ঝোঁক। সেই সুবাদে বিভিন্ন কোর্সও করা হয়েছে বুনন সংক্রান্ত বিষয়ে। এখন যদি চাকরির খোঁজ করেন তা হলে দেখতে পারেন বিশ্বভারতীর ওয়েবসাইটটি। কারণ, সেখানে এই বিষয়ের উপরই পড়ানোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাসত্রে বুনন-এর জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ‘শিক্ষাসত্র’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি বিদ্যালয়। সেখানে কাজের জন্যই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্বভারতীর ওয়েবসাইটে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বুনন বিষয়ে ৫ বছরের ডিপ্লোমা থাকা দরকার। বাংলা/ হিন্দি/ ইংরেজি মাধ্যমের স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। কম্পিউটারের কাজ জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিশ্বভারতীর ওয়েবসাইট থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া ঠিকানায় বিস্তারিত জীবনপঞ্জি, আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া প্রয়োজন। ২২ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখতে পারেন।