প্রতীকী ছবি।
চলতি মাসের ১৫ তারিখেই আয়োজিত হয়েছিল স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)। এই মাসের মধ্যেই ফলপ্রকাশের সময়সীমা জানিয়ে দিল কলেজ সার্ভিস কমিশন। মাত্র দু’মাসের মধ্যেই প্রকাশ পেতে চলেছে ফলাফল। কলেজ সার্ভিস কমিশন সুত্রের খবর, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ করা হবে সেট-এর ফল।
এই পরীক্ষায় উত্তীর্ণেরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে আবেদনের সুযোগ পাবেন। এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)-এর তরফে পরিচালিত হয়। চলতি বছর পরীক্ষা দিয়েছেন মোট ৫৮,৮৬৭ জন। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দু’টি ভাগে এই পরীক্ষা হয়। ৩৩টি বেশি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয় ৮৭টি পরীক্ষা কেন্দ্রে। ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন।
রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনার জন্য প্রবেশিকা পরীক্ষায় (সেট) জালিয়াতি রুখতে প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। প্রশ্নপত্রে জিপিএস ট্র্যাকিং থেকে শুরু করে প্রশ্নপত্রের ট্রাঙ্কে ছিল মেকানিক্যাল কম্বিনেশন কোড যুক্ত বিশেষ তালা।