railway

রেলে চাকরি খুঁজছেন? একাধিক বিভাগে কর্মী নিয়োগ করবে মধ্য রেল

১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৯:০৯
Share:

রেলে চাকরি। প্রতীকী ছবি।

সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষানবিশ (অ্যাপ্রেনটিস) পদে নিয়োগ করা হবে। নেওয়া হবে ২৪২২ প্রার্থী। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সেখানে পাওয়া যাবে বিস্তারিত তথ্য।

Advertisement

আবেদনের শেষ তারিখ

১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

Advertisement

যোগ্যতা

আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে।

আবেদনকারীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের আবেদনকারীর ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

আবেদন মূল্য

যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁদের ১০০ টাকা জমা করতে হবে আবেদন ফি হিসাবে। তবে, তফসিলি জাতি, তফসিলি জনজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও টাকা লাগবে না।

আবেদন প্রক্রিয়া:

https://rrccr.com/ এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।

হোমপেজ থেকে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেনটিস আন্ডার দ্য অ্যাপ্রেনটিসেস অ্যাক্ট ১৯৬১ ফর দ্য ইয়ার ২০২২-২৩’-এ যেতে হবে।

নতুন একটি পেজ খুলবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।

এর পর রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে, এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে আবেদনপত্রের।

প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং টাকা জমা দিতে হবে।

সব শেষে সাবমিট করতে হবে এবং পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন।

ইচ্ছুক প্রার্থীরা নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে এবং বিস্তারিত জানতে এই ওয়েবসাইট দেখুন https://rrccr.com/Home/Home

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement