সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত। প্রতীকী ছবি।
দ্বাদশের পর দশম শ্রেণির ফলাফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রকাশিত হল রেজাল্ট। বোর্ডের নিজস্ব ওয়েবসাইট https://cbseresults.nic.in/ -এই প্রকাশ করা হয়েছে ফলাফল।
দ্বাদশের মতো দশম শ্রেণিতেও আগের বছরের তুলনায় পাশের হার কমেছে। এ বছর পরীক্ষায় পাশের হার ৯৩.১২ শতাংশ। যা আগের বছরের তুলনায় ১.২৮ শতাংশ কম। পরীক্ষার্থীরা সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট ছাড়াও রেজাল্ট দেখতে পারবেন ডিজিলকার, উামাঙ্গ অ্যাপের মাধ্যমে।
কী ভাবে রেজাল্ট দেখবেন?
প্রার্থীকে প্রথমে সিবিএসই-র https://cbseresults.nic.in/ এ ওয়েবসাইটে যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে। পরীক্ষার্থীরা রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড নম্বর ক্লিক করলেই রেজাল্ট দেখতে পারবেন। সেখান থেকে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে।