প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের ফলাফল। প্রতীকী ছবি।
দ্বাদশ শ্রেণির সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র ফল প্রকাশিত হল। বোর্ড তাঁদের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করেছে।
যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দিয়েছেন, তাঁরা সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। ৮৭.৩৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছরের তুলনায় ৫.৩৮ শতাংশ কম পাশের হার। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। ছাত্রছাত্রীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দূরে রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সিবিএসই-র তরফে টুইট করে জানানো হয়েছে পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট ডিজি লকার অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন।
কী ভাবে দেখবেন ফল:
প্রার্থীকে প্রথমে সিবিএসই-র https://cbseresults.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে রেজাল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড নম্বর লিখে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে সিবিএসই-র ওয়েবসাইটটি দেখতে পারেন।