কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজে কর্মী নিয়োগ হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পে নির্দিষ্ট মেয়াদে কাজের জন্য গবেষক প্রয়োজন। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বটানি বা উদ্ভিদবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে। কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ বা ডিবিটি-র অর্থপুষ্ট এই প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। নিযুক্ত ব্যক্তিকে ডিবিটি-র নির্ধারিত নিয়ম মেনে সাম্মানিক দেওয়া হবে।
প্রকল্পে আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। তাঁদের বটানিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে নেট বা সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও। টিস্যু কালচার এবং মলিকিউলার বায়োলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।