ভৈরব গাঙ্গুলি কলেজ, বেলঘরিয়া। ছবি: সংগৃহীত
সদ্যই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন পাঠক্রমের অধীনে চার বছরের অনার্স উইদ মেজর এবং অনার্স উইদ রিসার্চের পাঠক্রম প্রকাশিত হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ভৈরব গাঙ্গুলি কলেজে শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া। পড়ুয়াদের আবেদন জানানোর পদ্ধতি, ভর্তির ক্ষেত্রের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে রইল সমস্ত শর্তাবলি।
কোন কোন বিষয় পড়ানো হবে?
বাংলা, ইংরেজি, উর্দু, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষা, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, শারীরবিদ্যা, খাদ্য এবং পুষ্টি, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্সেস, অর্থনীতি, ভূগোল, হিসাবশাস্ত্র, অ্যাডভারটাইজ়িং অ্যান্ড সেলস প্রোমোশন— এই বিষয়গুলি পড়ানো হবে চার বছরের অনার্স উইদ মেজ়র পাঠক্রমে পড়ানো হবে।
জীবন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ম্যাথামেটিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্সেস, হিউম্যানিটিজ়, সমাজ বিজ্ঞান এবং কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট— এই বিষয়গুলি চার বছরের অনার্স উইদ রিসার্চ পাঠক্রমে পড়ানো হবে।
কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?
যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরকে উল্লিখিত বিষয়গুলিতে স্নাতকস্তরের পড়ার সুযোগ দেওয়া হবে।
ভর্তির শর্তাবলি:
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য ভৈরব গাঙ্গুলি কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।