NID Recruitment 2023

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনে প্রয়োজন কর্মী, দেখে নিন আবেদনের শর্তাবলি

প্রতিষ্ঠানে নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে ট্রেনি লাইব্রেরি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১২:৪৮
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন। ছবি: সংগৃহীত

লাইব্রেরি সায়ন্সে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় এমন প্রার্থী প্রয়োজন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনের বেঙ্গালুরু ক্যাম্পাসের নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে চুক্তির ভিত্তিতে ট্রেনি লাইব্রেরি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি সায়েন্স কিংবা ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। কোনও প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া থাকলে, প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

বয়স:

অনূর্ধ্ব ২৭ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কাজের ধরন:

  • এই পদে ১১ মাস কাজ করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীদের সপ্তাহান্তে কিংবা শিফটের ভিত্তিতে কাজ করতে হবে।

স্টাইপেন্ড:

ট্রেনি লাইব্রেরি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে মাসে ২৫ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন।

আবেদনকারীদের মেল যোগে নিজের জীবনপঞ্জি-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। মেল পাঠানোর শেষ দিন ২১ জুলাই, ২০২৩। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement