ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। ছবি: সংগৃহীত।
সায়েন্স কমিউনিকেশন বিষয়টি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামের তরফে এই বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস কলকাতার ক্যাম্পাসে করানো হবে।
আবেদনকারীদের টেকনোলজি কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। তবে, যাঁরা বিজ্ঞান, টেকনোলজি কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, তাঁরা এই বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবেদনমূল্য হিসাবে কোনও টাকা জমা নেওয়া হবে। তবে, অ্যাডমিশন ফি হিসাবে ২,০০০ টাকা এবং প্রতি মাসে টিউশন ফি হিসাবে ২,০০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের তরফে প্রতি মাসে ১২,০০০ টাকা ফেলোশিপ হিসাবে দেওয়া হবে।
জুলাই মাসে কোর্সের ক্লাস শুরু হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৭ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।