ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।
ড্রোন টেকনোলজি-সহ ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভর্তি হতে আগ্রহীদের আবেদন ১৫ এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে।
কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, তার একটি তালিকা দেওয়া হল।বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, পদার্থবিদ্যা, রসায়ন, ম্যাথমেটিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং স্নাতকোত্তর স্তরে ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে।
এ ছাড়াও প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাগ্রো অ্যান্ড রুরাল টেকনোলজি, স্কুল অফ বিজ়নেস, স্কুল অফ এনার্জি সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেন্টার ফর ড্রোন টেকনোলজি, সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেন্টার ফর এনভায়রনমেন্টের মতো কেন্দ্র থেকেও পিএইচডি ডিগ্রি এবং স্নাতকোত্তর স্তরে ডিগ্রি অর্জন করতে পারবেন।
প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট বিভাগের অধীনে লিবারাল আর্টস, ডেভেলপমেন্ট স্টাডিজ়, ইলেক্ট্রনিক প্রোডাক্ট ডিজ়াইন এবং এনার্জি সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি নিয়ে পড়ার সুযোগ থাকছে।
যে সমস্ত পড়ুয়া স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। চলতি বছরের ১২ মে থেকে ২৫ জুন পর্যন্ত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে পড়ুয়াদের বাছাই করার কাজ চলবে।আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৬০০ টাকা। মহিলা এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত প্রার্থীরা ৩০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দেবেন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।