IPL 2025

আইএসএলের ফাইনালে ওঠার পর দিনই কলকাতার বিরুদ্ধে গলা ফাটালেন পেত্রাতোসেরা!

সোমবার মোহনবাগানের খেলা দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ, জাস্টিন ল্যাঙ্গারেরা। মঙ্গলবার উল্টো দৃশ্য। আইপিএলে লখনউয়ের খেলা দেখতে হাজির হয়ে গেলেন মোহনবাগানের একাধিক ফুটবলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২৩:০০
Share:
cricket

ইডেনে দিমিত্রি পেত্রাতোস (বাঁ দিকে) এবং লখনউ মালিক সঞ্জীব গোয়েন্‌কা। ছবি: সমাজমাধ্যম।

সোমবার মোহনবাগানের খেলা দেখতে যুবভারতীতে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ, জাস্টিন ল্যাঙ্গারেরা। আইএসএলের কাপ ফাইনাল ওঠা মোহনবাগানের খেলা চোখের সামনে দেখেছেন। মঙ্গলবার উল্টো দৃশ্য। আইপিএলে লখনউয়ের খেলা দেখতে হাজির হয়ে গেলেন মোহনবাগানের একাধিক ফুটবলার। লখনউয়ের জয় মাঠে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন।

Advertisement

সোমবারের পর মঙ্গলবারটাও ভাল গিয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার। সোমবার মোহনবাগানের জয় তিনি দেখেছেন যুবভারতীতে বসে। এ দিন তাঁর দল লখনউ হারাল গোয়েন‌্কারই শহরের দল নাইট রাইডার্সকে।

ইডেনে খেলা দেখছেন (বাঁ দিক থেকে) দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, নুনো রেইস, আলবের্তো রদ্রিগেস এবং দীপক টাংরি।

ইডেনে খেলা দেখছেন (বাঁ দিক থেকে) দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, নুনো রেইস, আলবের্তো রদ্রিগেস এবং দীপক টাংরি। ছবি: সমাজমাধ্যম।

এ দিন ম্যাচের মাঝেই লখনউয়ের তরফে একটি ছবি পোস্ট করা হয়। দেখা যায়, ভিভিআইপি বক্সে পাশাপাশি বসে খেলা দেখছেন দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, নুনো রেইস, আলবের্তো রদ্রিগেস এবং দীপক টাংরি। অনেকের হাতেই ছিল লখনউয়ের পতাকা।

Advertisement

মোহনবাগানের ফুটবলারেরা যে মাঠে এসেছেন তা অনেকেই পরে জানতে পারেন। পেত্রাতোসদের নাম ধরে চিৎকার শুরু হয়। অস্ট্রেলীয় ফুটবলারও দর্শকদের দিকে হাত নাড়েন। এ দিনের ম্যাচে মোহনবাগানের অনেক সমর্থক লখনউয়ের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির হয়েছিলেন। তাঁরা মাঠে টিফোও নামান। পাল্টা কেকেআর সমর্থকদের তরফেও টিফো নামে। ইডেনে অতীতে খুব বেশি টিফো নামার ঘটনা দেখা যায়নি। তবে কলকাতা-লখনউ ম্যাচে দেখা গেল নতুন জিনিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement