প্রতীকী ছবি।
মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য সুখবর। ভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগ। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় রেল কৌশল বিকাশ যোজনার অধীনে চলবে এই প্রশিক্ষণ। ভারতীয় রেলের তরফে প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞপ্তি।
কারা আবেদন করতে পারবেন?
১৮ থেকে ৩৫ বছর বয়সের মাধ্যমিক পাশ পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন।
প্রশিক্ষণের নিয়মাবলি:
১. এই প্রশিক্ষণ চলাকালীন ৭৫ শতাংশ উপস্থিতি রাখা বাধ্যতমূলক।
২. এই প্রশিক্ষণ শুধু মাত্র দিনের বেলাতেই হবে।
৩. অফলাইনে কোনও আবেদনপত্র গৃহীত হবে না।
৪. এই প্রশিক্ষণ পেশায় প্রবেশের সুযোগ দিচ্ছে না। শুধু মাত্র পেশায় প্রবেশের জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই বিষয়টি শেখানো হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
ভারতীয় রেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবেন।
কী কী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে?
এয়ার কন্ডিশনার মেকানিক, কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড সার্ভেইলেন্সসিস্টেমস, কম্পিউটার বেসিকস, কনক্রেটিং-সহ বিভিন্ন প্রযুক্তিগত এবং কারিগরি বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে প্রার্থীদের।
প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন ২০ জুন, ২০২৩ পর্যন্ত। প্রশিক্ষণের বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে ভারতীয় রেলের ওয়েবসাইট দেখে নিতে পারেন।