ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি ছবি: সংগৃহীত
দিল্লির আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি)-তে গবেষণার কাজে নিয়োগ করা হবে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত প্রার্থী। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিও।
প্রতিষ্ঠানের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ করা হবে সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট। শূন্যপদ ১টিই। গবেষণা প্রকল্পটিকে আর্থিক অনুদান দেবে রিনিউ পাওয়ার ভেনচারস প্রাইভেট লিমিটেড (আরপিভি)। প্রকল্পটির নাম ‘সেন্টার অন এক্সেলেন্স অন রিনিউ পাওয়ার’। প্রতিষ্ঠানের অধ্যাপক আশু বর্মা প্রকল্পটির তত্ত্বাবধান করবেন।
কারা আবেদন করতে পারবেন?
সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট পদে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক), মাস্টার অফ টেকনোলজি (এমটেক), মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
দক্ষতা:
আবেদনকারীদের কমিউনিকেশনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, রিনিউবেল এনার্জি, ‘ক্লিন টেক’, ‘সাসটেইনেবেল ডেভেলপমেন্ট’, জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকাও দরকার।
বেতনক্রম:
৪৫ হাজার টাকা থেকে ৬৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে প্রার্থীর অভিজ্ঞতার নিরিখে।
কী ভাবে আবেদন করা যাবে?
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে পাঠাতে হবে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন, ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।
কী ভাবে নিয়োগ করা হবে?
পাঠানো আবেদনপত্রের মধ্যে বেছে নেওয়া হবে নির্দিষ্ট ব্যক্তিদের। তাঁদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে।
প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারভিউয়ের দিন জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে।