PG Admission in Darjeeling College

স্নাতকোত্তরে নেপালি-সহ আরও বিষয়ে পড়ার সুযোগ দার্জিলিঙের প্রতিষ্ঠানে, রইল বিশদ

দার্জিলিং গভর্নমেন্ট কলেজে নেপালি, উদ্ভিদবিদ্যা এবং প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে। সদ্যই প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার শর্তাবলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১২:০৭
Share:

দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। ছবি: সংগৃহীত

স্নাতকোত্তর স্তরে নেপালি ভাষা নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? পড়ার সুযোগ দিচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। সদ্যই এই মর্মে প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরে ভর্তি সংক্রান্ত নিয়মাবলি। ভর্তির ক্ষেত্রে রয়েছে কী কী শর্তাবলি, রইল বিস্তারিত।

Advertisement

কোন কোন বিষয় স্নাতকস্তরে পড়ানো হবে?

নেপালি, উদ্ভিদবিদ্যা এবং প্রাণিবিদ্যা— এই তিনটি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে।

Advertisement

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা ২০২১, ২০২২ এবং ২০২৩-এ উদ্ভিদবিদ্যা এবং প্রাণিবিদ্যায় ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই বিষয়গুলি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পাবেন।

নেপালি ভাষায় ভর্তি হওয়ার ক্ষেত্রে ওই ভাষায় স্নাতকোত্তীর্ণ হওয়া আবশ্যক।

ভর্তির শর্তাবলি:

  • আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির জন্য আবেদন পেশ করতে হবে।
  • সঠিক তথ্য-সহ আবেদনপত্র জমা দিতে না পারলে আবেদন বাতিল করা হবে।
  • আবেদন জমা নেওয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
  • মেধাতালিকা প্রকাশিত হবে ১৮ সেপ্টেম্বর।
  • প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হবে ৩ অক্টোবর, ২০২৩-এ।

ভর্তি সংক্রান্ত আরও তথ্য এবং শর্তাবলির বিষয়ে জানতে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement