পুদুচেরি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির নির্দেশিকা মেনেই বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী সম্প্রতি পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের তরফে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড পিজি প্রোগ্রামে ভর্তি নেওয়া শুরু হয়েছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) ইউজি পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা পাঁচ বছরের স্নাতকোত্তর পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পড়ুয়ারা কী ভাবে আবেদন জানাবেন, ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ সংক্রান্ত বিষয়ে দেখে নিন বিস্তারিত।
ভর্তির শর্তাবলি:
ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, গণিত, অ্যাপ্লায়েড জিওলজি, রসায়ন, পদার্থবিদ্যা, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল, সংখ্যাতত্ত্ব, কম্পিউটার সায়েন্স বিষয়ে কুয়েট ইউজিতে উত্তীর্ণ হয়েছেন, এমন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
এ ছাড়াও যে সমস্ত শিক্ষার্থী উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য পূর্বে আবেদন করেছিলেন, অথচ মেধাতালিকার ভিত্তিতে তাঁদের বেছে নেওয়া হয়নি, তাঁদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। এর বাইরে যাঁদের ভর্তির জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু কোর্স ফি জমা দেননি, এমন পড়ুয়াদেরও ভর্তি নেওয়া হবে। মোট ১৪৫টি আসন রয়েছে।
স্পট অ্যাডমিশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ৩০ অগস্ট ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ওই দিনই শিক্ষার্থীরা কোর্স ফি জমা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পাঠক্রম এবং ভর্তি সংক্রান্ত আরও তথ্য জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।