Books

যৎকিঞ্চিৎ

স্মার্টফোনলাঞ্ছিত এই সময়েও মানুষ লেক-এ গিয়ে তাক থেকে বই পেড়ে পড়ছেন; অনেকে নিজের বাড়ির বই এনে রাখছেন সেই তাকে, অন্যদের পড়ার সুযোগ করে দিতে।

Advertisement
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ০৬:২৬
Share:

বই পারে সংযোগের সেতু হতে। — প্রতীকী চিত্র।

কবি বলেছিলেন গাছে-গাছে কবিতা টাঙানোর কথা। ঢাকার ধানমন্ডিতে এক নাগরিক গাছে-গাছে টাঙিয়ে দিয়েছেন বইয়ের তাক। কবিতাও আছে নিশ্চয়ই সেখানে। স্মার্টফোনলাঞ্ছিত এই সময়েও মানুষ লেক-এ গিয়ে তাক থেকে বই পেড়ে পড়ছেন; অনেকে নিজের বাড়ির বই এনে রাখছেন সেই তাকে, অন্যদের পড়ার সুযোগ করে দিতে। কে জানে, এই পাঠ-অভ্যাস ক্রমে সর্বজনীন হলে হয়তো আপনা থেকেই মনের অন্ধকারগুলো দূর হবে। বই পারে সংযোগের সেতু হতে। সে সেতুতে হাঁটতে মানুষ তৈরি তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement