চিত্রকলা ও ভাস্কর্য ২

শিল্পী-ভাবনায় আধ্যাত্মিকতা

জলরং-এ আঁকা ছবি নিয়ে জি সি লাহা গ্যালারিতে প্রদর্শনী করলেন অমিতাভ সেনগুপ্ত। প্রদর্শনীর শিরোনাম ‘অজেয়’। আধ্যাত্মিকতার শক্তিই মানুষকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় – এই তাঁর মূল ভাবনা।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ০০:০১
Share:

জলরং-এ আঁকা ছবি নিয়ে জি সি লাহা গ্যালারিতে প্রদর্শনী করলেন অমিতাভ সেনগুপ্ত। প্রদর্শনীর শিরোনাম ‘অজেয়’। আধ্যাত্মিকতার শক্তিই মানুষকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় – এই তাঁর মূল ভাবনা। পুরাণকল্পমূলক বিষয়ের পাশাপাশি সাধু-সন্ত ও অধ্যাত্মসাধনায় রত মানবীর ছবিও এঁকেছেন। জলের উপর প্রস্ফুটিত শালুক ফুলের ছবিটিতে রৈখিক ছন্দকে সুন্দর ফুটিয়ে তুলেছেন। প্রয়োজন প্রকরণ নিয়ে আর একটু নিমগ্ন অনুশীলনের।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

আকৃতি গ্যালারি: • বিকাশ ভট্টাচার্য ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

অ্যাকাডেমি: • অমল, অশোক, ভাস্কর, রামপ্রসাদ, উৎপল ২৬ পর্যন্ত।

সুখেন্দু ভট্টাচার্য ২৭ থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ৩১ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • সুধীর পটবর্ধন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement