প্রতীকী ছবি
অর্থমন্ত্রী মঙ্গলবার বলেছিলেন, টাকার দামের অস্বাভাবিক পতন হয়নি। তা স্বাভাবিক পথ খুঁজে নিয়ে এগোচ্ছে। বুধবারই হুড়মুড়িয়ে পড়ল তার দর। ৬২ পয়সা পড়ে এক ডলার হল ৭৯.১৫ টাকা। বিশেষজ্ঞদের দাবি, এর কারণএকগুচ্ছ উদ্বেগ। যার অন্যতম রফতানি কমা ও রেকর্ড বাণিজ্য ঘাটতি। তা ছাড়া গত মাসে পরিষেবা সূচক চার মাসে সর্বনিম্ন হয়েছে। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলছেন, ‘‘আমেরিকার কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে আমেরিকা-চিনের মধ্যে উত্তেজনাও এ জন্য দায়ী। কোথাও ভূ-রাজনৈতিক টানাপড়েন হলেই ডলারকে সুরক্ষিত লগ্নি হিসেবে বাছেন বিনিয়োগকারীরা।’’ বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের দাবি, আরবিআই সুদ কতটা বাড়াবে সেই দুশ্চিন্তাও টাকাকে টেনে নামাচ্ছে। সুদ যত বেশি হবে তত ধাক্কা খাবে আর্থিক বৃদ্ধি।