দেশে ক্যাসিনো ব্যবসা বেড়েছে প্রায় ৪৭%। প্রতীকী ছবি।
ফের অনলাইন গেমিং, ঘোড়দৌড় বা ক্যাসিনোর পুরো অর্থে জিএসটি বসানোর পক্ষে সওয়াল করল পশ্চিমবঙ্গ। এগুলিতে পুরস্কার মূল্যে ২৮% কর বসে। সূত্রের খবর, রাজ্যকে সমর্থন করেছে উত্তরপ্রদেশ। সোমবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার পৌরহিত্যে দিল্লিতে বিষয়টি নিয়ে জিএসটি মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়। খবর, জিএসটি পরিষদকে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে সব পক্ষের মতামতের ভিত্তিতে আইনি পরামর্শ নেওয়া হবে।
পরে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই সবে বরাবরই পুরো অর্থে (কর নেওয়ার) সওয়াল করে এসেছে এ রাজ্য। তা লিখিত ভাবেও মন্ত্রিগোষ্ঠীকে জানানো হচ্ছে। উত্তরপ্রদেশ ধন্যবাদ জানিয়ে আমাদের অবস্থানকে সমর্থন করেছে।”
সূত্রের খবর, বৈঠকে গোয়া ফের ‘এন্ট্রি পয়েন্টে’ (খেলা শুরুর সময়) জিএসটি না বসানোর দাবি করেছে। শুধু পুরস্কার মূল্যে কর নেওয়ার পক্ষে তারা। কয়েকটি রাজ্য সব প্রস্তাবেই অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে। এ রাজ্য তাদের বক্তব্য ‘নোট অব ডিসেন্ট’-এ দেবে।
অতীতে একাংশ বলেছিল, গ্রস গেমিং রিভিনিউয়ে (পরিষেবা দানকারী যে ফি সংগ্রহ করে) জিএসটি বসুক। পশ্চিমবঙ্গের যুক্তি ছিল, দেশে ক্যাসিনো ব্যবসা বেড়েছে প্রায় ৪৭%। তাই বাজির অঙ্ক, পুরস্কার মূল্য, পরিষেবা ফি— সবেতেই তা বসানো উচিত। রাজ্যে ক্যাসিনো প্রচলিত না থাকলেও, ঘোড়দৌড় হয়। অনলাইন গেমিং-এও প্রবেশ মূল্য-সহ মোট মূল্যের উপরে জিএসটি বসানোর পক্ষে তারা।