ত্রুটিপূর্ণ হ্যান্ডব্রেকের কারণে ভারতে ৩৮৯টি পোলো গাড়ি ফেরাচ্ছে ফোক্সভাগেন। সেপ্টেম্বরে তৈরি ওই গাড়িগুলি বিনামূল্যে সারিয়ে দেবে সংস্থা। পাশাপাশি, ওই মাসে তৈরি সব গাড়ি পরীক্ষার পরেই ফের দেশে পোলো বিক্রি শুরু হবে বলেও তাদের দাবি।
এ দিকে, গত বছর থেকেই সংস্থার ডিজেল গাড়ির দূষণ কেলেঙ্কারির কথা জানতেন বলে স্বীকার করেছেন আমেরিকায় সংস্থার প্রধান মাইকেল হর্ন। তার পরেই বার্লিন-সহ জার্মানির বহু শহরে সংস্থার দফতরে তল্লাশি চালিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। লক্ষ্য, আর কে কে বিষয়টি জানতেন তা খুঁজে বার করা।